গৌরীপুরে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৩ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

গৌরীপুরে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) : 

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এই  সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ।

আরো বক্তব্য দেন সাপ্তাহিক গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, কমল সরকার, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, কোষাধ্যক্ষ শামীম খান, সদস্য ফারুক আহাম্মদ, ওবায়দুর রহমান, আরিফ আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, শাহজাহান কবির প্রমুখ।

মিডিয়া কর্নার এর আরও খবর: